গোপালগঞ্জে ‘বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চাপাইল এলাকায় মধুমতি পার্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নবগঠিত এ দলের আহ্বায়ক মো. সাইফুর রশিদ চৌধুরী।
এ সময় দলের তিন যুগ্ম-আহবায়ক জুলিয়াছ খান ঠাকুর, শেখ ফরিদ আহমেদ ও মো. ইয়ার আলী উপস্থিত ছিলেন।
কিংস পার্টি নয় নিজেদেরকে গণতান্ত্রিক দল হিসেবে দাবি করে আহ্বায়ক মো. সাইফুর রশিদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, বিএনপি মানে খালেদা জিয়া। তারা এই ধারণা থেকে বের হয়ে জনগণের ভোটে নেতা নির্বাচনের প্রতিশ্রুতিবদ্ধ।
রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে নতুন ঘোষিত ‘বিজিপি’ ৩২টি প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণাও দেয়।
আপনার মতামত লিখুন :