জাবি প্রতিনিধি : যুক্তি, মেধা ও বুদ্ধিবৃত্তিক চর্চার অনন্য মেলবন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)’ তাদের পথচলার দুই দশক পূর্ণ করেছে। ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবের সমাপনী দিনে ২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১০ জানুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত সমাপনী পর্বে সদ্য সাবেক সভাপতি ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী মির্জা সাকি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কার্যনির্বাহী পর্ষদ ২০২৬-এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ আল লুবান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী তাজুন ইসলাম।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন— সহ-সভাপতি (প্রশাসন) সাদমান কৌশিক (ফার্মেসি, ৫০তম আবর্তন), সহ-সভাপতি (বিতর্ক) সুমাইয়া ইসলাম সামিয়া (একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ৫১তম), যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) ওয়াসিক আহমেদ আপন (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ৫২তম), যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি) বর্ণ সাহা বিশাল (অর্থনীতি, ৫১তম) এবং যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) হাসিব বিন আব্দুল হাই (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, ৫২তম)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিল জাহিন জামি (ইতিহাস, ৫২তম) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন নুসরাত জাহান আনিকা (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ৫২তম)। এছাড়া অনুষ্ঠান সম্পাদক আল নাহিয়ান (ম্যানেজমেন্ট স্টাডিজ, ৫১তম), অর্থ সম্পাদক শফিকুল ইসলাম (অর্থনীতি, ৫২তম), দপ্তর সম্পাদক নাজমুল ওয়ারা তালহা (আন্তর্জাতিক সম্পর্ক, ৫২তম), শিক্ষা ও গবেষণা সম্পাদক দুর্বার শামিত আদি (প্রত্নতত্ত্ব, ৫৩তম), প্রেস ও মিডিয়া সম্পাদক আফিয়া ইবনাত সামিহা (অর্থনীতি, ৫৩তম), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক রোহান মাহমুদ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ৫৩তম), প্রচার ও প্রকাশনা সম্পাদক লামিশা জামান (ইতিহাস, ৫৩তম) এবং ইংরেজি সেশন সমন্বয়ক গোলাম মোর্শেদ আকিব (স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, ৫৩তম) দায়িত্ব পালন করবেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বিজয় সাহা, শেহওয়া তাহরিম আমিন, জান্নাতুল মাওয়া শ্যামন্তী ও আরিফুল ইসলাম সিরাজী। সম্মানিত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক সভাপতি সাইয়্যেদ মু. তাফ হীম, সাইমুম মৌসুমী বৃষ্টি ও মির্জা সাকি। ছাত্র উপদেষ্টা হিসেবে থাকছেন ফারিম আহসান, লামিয়া ইসলাম প্রত্যাশা ও সাদমান অলীভ।

এদিকে ইংরেজি বিতর্কের উৎকর্ষ সাধনে ‘জেইউডিও ইংলিশ ফোরাম’-এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া ইসলাম সামিয়া। মেম্বার সেক্রেটারি বর্ণ সাহা বিশাল এবং সেশন কো-অর্ডিনেটর গোলাম মোর্শেদ আকিব।

উৎসবের অংশ হিসেবে ১৮তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ‘এই সংসদ মনে করে গণভোটে হ্যাঁ ভোটের জয়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব’— এই প্রস্তাবে অনুষ্ঠিত ফাইনালে সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অর্থনীতি বিভাগ। ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হন অর্থনীতি বিভাগের মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হন মোহাম্মদ তাসফিকুর রশিদ তূর্য।

ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং রানার্সআপ অর্থনীতি বিভাগ। ফাইনালিস্ট হয় প্রত্নতত্ত্ব বিভাগ ও আইন ও বিচার বিভাগ। এ বিভাগে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ফারিম আহসান ও জুনায়েদ জাহিন এবং ডিবেটার অব দ্য ফাইনাল হন মোর্তাজা নুর।

অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা সম্মাননা প্রদান করা হয়। ‘বর্ষসেরা বিতার্কিক’ নির্বাচিত হন অর্থনীতি বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী ফারিম আহসান এবং ‘বর্ষসেরা সংগঠক’ হন নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী সাদমান অলীভ।