সাগর কর্মকার, মাদারীপুর শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার (১৬)–কে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উমেদপুর ইউনিয়নের আলেপুর এলাকায় সহপাঠী, বন্ধু-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়ার সঙ্গে রিফাত উকিল নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তার অনুসারীরা রিফাতকে সাথে নিয়ে সুমাইয়ার বাড়িতে গিয়ে তার পরিবারকে অপমান করেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ওই দিনের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে রাতে সুমাইয়া নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, একটি মেয়েকে প্রকাশ্যে অপদস্ত ও মানসিকভাবে ভেঙে দেওয়ায় সে এমন পথে হাঁটতে বাধ্য হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধন থেকে স্লোগান ওঠে— “সুমাইয়ার হত্যাকারীদের বিচার চাই, নারী নির্যাতন বন্ধ করতে হবে।”

দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন স্কুলের শিক্ষার্থীরা।

স্কুলের প্রধান শিক্ষক জানান, সুমাইয়া ছিলেন শান্ত, নিয়মিত ও মেধাবী ছাত্রী। এমন ঘটনার ফলে স্কুলের শিক্ষার্থীরা শোক ও ক্ষোভে মুষড়ে পড়েছে।

স্থানীয়রা বলছেন, “এ ধরনের অপমান ও মানসিক নির্যাতন সমাজে বন্ধ না হলে আরও অনেক সুমাইয়াকে প্রাণ দিতে হবে।” তারা দায়িত্বশীল তদন্ত, দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।

এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি আত্মহত্যায় প্ররোচনা হিসেবে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।