লালমনিরহাট প্রতিনিধি: নুরুলদীন-ভাসানী স্মৃতি পাঠাগার এবং সমৃদ্ধ লালমনিরহাট মঞ্চের যৌথ উদ্যোগে নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত, শিক্ষাব্রতের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা হলরুমে এ আয়োজন করা হয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, বেগম রোকেয়া শুধু একজন লেখিকা নন, তিনি উপমহাদেশে নারী স্বাধীনতা, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অন্যতম পথপ্রদর্শক। তাঁর লেখা ‘সুলতানার স্বপ্ন’ আজও সমানভাবে প্রাসঙ্গিক। যেখানে তিনি নারীশক্তির জাগরণ, বৈজ্ঞানিক চিন্তা ও প্রগতিশীল সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছেন।
সমগ্র আয়োজনটি সমন্বয় করেন দীপক কুমার রায়, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, গণসংহতি আন্দোলন। তিনি বলেন, “রোকেয়ার জন্মদিনে তাঁর মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলী রায়হান সরকার, সহযোগী অধ্যাপক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সাবিনা রেজা লিসু, প্রভাষক (অব.), পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়। তাঁরা রোকেয়ার সাহিত্যের আধুনিকতা, নারীর প্রতি বৈষম্যবিরোধী সংগ্রাম এবং বর্তমান সমাজে তাঁর দর্শনের প্রাসঙ্গিক দিকগুলো তুলে ধরেন।
প্যানেল আলোচনায় অংশ নেন, রফিকুল ইসলাম, সাদিক ইসলাম ও আলমগীর সুজন। তাঁরা বলেন, রোকেয়ার দেখানো পথ ধরে নারীর ক্ষমতায়ন ও মানবিক সমাজ গঠনের সংগ্রাম আজও অব্যাহত। পরিবার, শিক্ষা ও রাষ্ট্রীয় নীতি—সবক্ষেত্রে রোকেয়ার চিন্তাধারার বাস্তব প্রয়োগের ওপর তারা গুরুত্ব দেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা সমন্বয় করেন সূফী মোহাম্মদ ও শিব সুন্দর বর্মণ। তাঁদের তত্ত্বাবধানে স্থানীয় শিল্পীরা রোকেয়ার চেতনা ও প্রগতিশীল ভাবধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লোকসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।