লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দক্ষিণ ঝাউরানী সীমান্ত এলাকায় বিশেষ টহলদলের অভিযানে ভারতীয় গাঁজাসহ ২জন নারী আসামী আটক।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে ঝাউরানী বিওপি’র আওতাধীন দক্ষিণ ঝাউরানী (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। সে সময় সন্দেহজনক দুজন মহিলাকে সীমান্ত থেকে আসতে দেখে বিজিবি টহলদলের সদস্যরা তাদের গতিরোধ করে এবং মহিলা বিজিবি সদস্যদের মাধ্যমে তল্লাশি চালিয়ে তাদের সাথে শরীরে বিশেষভাবে থাকা ৫কেজি গাঁজা উদ্ধার করে।
মাদক বহনকারী মহিলাদের পরিচয় হল রোমিছা বেগম (৪০) এবং (২) আছিয়া বেগম (৬০) উভয়ের গ্রাম: উত্তর ঝাউরানী, পোষ্ট: ভেলাগুড়ি, থানাঃ হাতিবান্ধা, জেলা: লালমনিরহাট।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২২ হাজার ৭৫০ টাকা। উল্লেখিত ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে হাতিবান্ধা থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “ মাদক চোরাকারবারীরা নিরাপদ বাহক হিসাবে মহিলাদের ব্যবহার করছে । মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”