লালমানরহাট প্রতি‌নি‌ধি: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বি‌জি‌বি জানতে প‌া‌রে রা‌তে চোরাকারবারীরা ভারতীয় শাড়ির একটি বড় চালান সীমান্ত দিয়ে পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে বাগভান্ডার বিওপির আওতাধীন পূর্ব ভোটহাট (থানা: ভুরুঙ্গামারী, জেলা: কুড়িগ্রাম) এলাকায় টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।

সীমান্ত অতিক্রমকারী সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে বি‌জি‌বি চ্যালেঞ্জ করলে তারা সাথে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয় যে, জব্দকৃত ২৭২টি শাড়ির সিজার মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা।

কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, “আন্তঃসীমান্ত চোরাচালানকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বিজিবি সর্বদা তৎপর রয়েছে। চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় বি‌জি‌বি সদা জাগ্রত। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বাগভান্ডার বিওপির একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে।