সাভারের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় নাসির উদ্দিন মেমোরিয়াল নামে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে হাসপাতালের উদ্বোধন শেষে হাসপাতালের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, তার প্রয়াত ভাই নাসির উদ্দিনের নামে এই হাসপাতালের নামকরণ করা হয়।

দেশের সেরা মান ও যোগ্যতা সম্পন্ন ডাক্তার দিয়ে সকল ধরনের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি গরীব ও অসহায় দুস্থ মানুষের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস প্রদান করেন হাসপাতাল কতৃপক্ষ।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিবর্গ।

এসময় এলাকার গণ্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। উক্ত আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা সহ মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে গণভোজের মধ্য দিয়ে শেষ করা হয়।

মোঃ আনোয়ার সুলতান
সাভার (ঢাকা)