বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।

আমতলী-তালতলী আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা মতিউর রহমান তালুকদার (১৭ নভেম্বর) রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি বরগুনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্যও ছিলেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।