
মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দীর্ঘদিনের জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় ঘটে এ সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় শনিবার টেঁটা–বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক বলেন, জায়গা নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, ঘটনার তদন্ত চলছে।





