
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের অধিকার ও বঞ্চনার প্রেক্ষিতে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্কুলের বার্ষিক পরীক্ষা গ্রহণ কার্যক্রম বন্ধ রেখেছেন।
আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে আগারগাঁওস্থ শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের গিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছেনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জানা যায়, শিক্ষকদের উত্থাপিত ৪ দফা দাবির কারণে সোমবার থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে জানিয়ে স্কুলের সামনে একটি পোস্টার দিয়ে স্কুলের বার্ষিক পরীক্ষা কার্যক্রম শিক্ষকরা বন্ধ রেখেছেন।
এইরকম কর্মসূচি দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পালন করা হচ্ছে জানিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রিপদ ৯ম গ্রেডভিত্তিক (ক্যাডার) পদসোপানের আলোকে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করতে হবে বলে উক্ত স্কুলের শিক্ষকরা জানান।
শিক্ষকদের উত্থাপিত ৪ দফা দাবিগুলো হল:
• No Encadrement – No Work.
• No gazette of secondary Directorate – no work.
• No T.S, S.G & Advance Increment – No Work.
• No Promotion – No Work.
উল্লেখ্য যে, পরীক্ষা বন্ধ থাকার কারণে অভিভাবকবৃন্দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থী ও অভিভাকদের মধ্যে ক্ষোভ দেখা যায়।





