
নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ের অভ্যন্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভবনের ছাদ হতে লুকায়িত অবস্থায় আব্দুর রহিম (১২) নামের এক চোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটিকায় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ছাদ হতে চোরকে আটক করা হয়েছে।
আটককৃত চোর আব্দুর রহিম নারায়নগঞ্জের সোনারগাঁ থানার মদনপুরের লিটনের ছেলে।
চোরকে আটকের পর বিকাল ৫টার দবকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সচিবালয় থেকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।





