
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : জানুয়ারি মানেই নতুন বছরের নতুন উদ্যমে চলে পিঠা পুলি খাওয়ার ধুম। ছাত্র ছাত্রীদের ভিতরে সৃজনশীলতা জাগ্ৰত এবং শিক্ষার দিকে টানতে প্রয়োজন বিভিন্ন উৎসব। জাঁকজমকপূর্ণ ভাবে এবং উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব আয়োজনের মধ্য দিয়ে শিক্ষাথীদের ভিতরে ছড়িয়ে পরবে শিক্ষার আলো।
এরই ধারাবাহিকতায় গতবারের ন্যায় এবছরেও মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লা কান্দি রাজারচর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব। শিক্ষার্থীদের মন সতেজ ও প্রাণবন্ত করার উদ্দেশ্যেই এই পিঠা উৎসব আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯ ঘটিকায় এ্যাডহক কমিটির সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকবৃন্দরা পিঠা ক্রয়ের মাধ্যমে উদ্বোধন হয়েছে পিঠা উৎসব। এসময়ে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময়ে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেন , ছেলে মেয়েদের মনকে সতেজ ও শিক্ষার দিকে সক্রিয় করার করার জন্য বিভিন্ন উৎসব আয়োজন করা দরকার।
এসময়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম মিয়া বলেন, বাঙালি ইতিহাসের ঐতিহ্য হলো পিঠা পুলি। শিক্ষাথীদের ভিতরে যাতে বাঙালি ইতিহাসের ঐতিহ্য বজায় থাকে এই উদ্দেশ্যে আমরা পিঠা উৎসব আয়োজন করেছি। আমাদের ছেলে- মেয়েরা নিজ উদ্যোগে নিজ হাতে পিঠা বানিয়ে আনছে আসলেই এদের ভিতরে সৃজনশীলতা বলতে কিছু আছে। এসময়ে তিনি ধন্যবাদ জানান প্রধান শিক্ষক এবং এ্যাড হক কমিটির সদস্য সহ সকল সহকারী শিক্ষকবৃন্দদের। আরো ধন্যবাদ জানান ছাত্র ছাত্রীদের তাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য।
এসময়ে এ্যাড হক কমিটির সদস্য আনোয়ার হোসেন মাল বলেন, শিবচরে এবছর এই প্রথম পিঠা উৎসব আয়োজন করা হয়ছে। আমি এ্যাড হক কমিটির সদস্য আমি যোগদান করার পরে গত এস এস সি পরীক্ষায় আমার স্কুল শিবচরে ১২ তম অবস্থানে আছে। আমি আমার শিক্ষক সহ সকল সদস্যদের জানাই ধন্যবাদ এতো সুন্দর পিঠা উৎসব আয়োজন করার জন্য। আমি আরো ধন্যবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র ছাত্রীদের যা নিজ হাতে সুস্বাদু পিঠা বানিয়ে আমাদের সামনে তুলে ধরেছে।
অত্র বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী খাদিজা বলেন, আমরা খুব খুশি এবং আমাদের জন্য এত সুন্দর আয়োজন করছেন সেজন্য শিক্ষকদের ধন্যবাদ জানাই। আমরা নিজ হাতে পিঠা বানিয়ে পরিবেশন করেছি আমরা খুব খুশি। সামনে যাতে আরো এধরনের অনুষ্ঠান হয় এজন্য শিক্ষকদের কাছে বিশেষ অনুরোধ রইল।





