সাগর কর্মকার, মাদারীপুর শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে গরু ব্যবসায়ীর কাছ থেকে জখম করে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ২ গরু ব্যাবসায়ী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৯ নভেম্বর) ভোরের দিকে নির্জন স্থানে প্রাইভেটকারে আসা একদল ডাকাত সড়কটি অবরোধ করে দুই গরু ব্যবসায়ীর উপর হামলা চালায়। হামলায় তারা গুরুতর আহত হন এবং ব্যবসায়ীদের সঙ্গে থাকা প্রায় ৪ লাখ টাকা ডাকাতরা ছিনিয়ে নেয় বলে জানা যায়।

আহতরা হলেন—পাঁচ্চর এলাকার গরু ব্যবসায়ী রাজন মোল্লা (৫৫) ও আলাউদ্দিন দেওয়ান (৬৫)।

আহত ব্যবসায়ী রাজন মোল্লা বলেন, ‘আমরা পিকআপভ্যান নিয়ে টেকেরহাট যাচ্ছিলাম। ঘটনাস্থলে একটি প্রাইভেটকার রাস্তায় দাঁড় করানো দেখে ভেবেছিলাম গাড়িটি নষ্ট হয়ে গেছে। কিন্তু বিষয়টি দেখার চেষ্টা করতেই চার ডাকাত আমাদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে আহত করে টাকা নিয়ে পালিয়ে যায়।আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিবচর থানার ওসি মো. রকিবুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। তদন্তকারীরা এক্সপ্রেসওয়ের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন এবং ব্যবহৃত প্রাইভেটকার শনাক্তে কাজ করছেন।