সাগর কর্মকার, মাদারীপুর শিবচর প্রতিনিধি।
মাদারীপুরের শিবচর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ রাউন্ড গুলি ও ২টি শটগান জব্দ করা হয়েছে। তবে জব্দ করা অস্ত্র দুটি বৈধ লাইসেন্সকৃত বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ ই নভেম্বর) উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় লাইসেন্সকৃত অস্ত্র বহনে নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অস্ত্র ও গুলিগুলো জব্দ করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অস্ত্র দুটি বর্তমানে শিবচর থানা পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে অস্ত্রদুটি মালিকের কাছে হস্তান্তর করা হবে।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে আইন অনুযায়ী অস্ত্র বহন ও ব্যবহারে সতর্ক থাকার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।