সাগর কর্মকার, মাদারীপুর শিবচর প্রতিনিধি।

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় আওয়ামী লীগ কর্মীদের অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (১৩ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দলীয় একটি অভ্যন্তরীণ ইস্যু নিয়ে অসন্তুষ্ট আওয়ামী লীগের কয়েকজন কর্মী সূর্যনগর এলাকায় গাছ কেটে চার লেনের সড়কটির উপর ফেলে দেন। এতে ঢাকা ও ভাঙ্গামুখী যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

পরে শিবচর থানা পুলিশ ও এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে সড়ক স্বাভাবিক করে। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে শিবচর থানার ওসি (তদন্ত) জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।