আরাফাত হোসাইন, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দীর্ঘদিনের আলোচিত শিফটভিত্তিক ভর্তি পরীক্ষা বাতিল করে বিভাগীয় শহরগুলোতে এক প্রশ্নপত্রে এক শিফটে পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
গত বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সভাকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান-এর কাছে এ দাবি জোরালোভাবে উপস্থাপন করে জাকসু।
জাকসুর পক্ষ থেকে জানানো হয়, শিফটভিত্তিক পরীক্ষার কারণে শিক্ষার্থীরা আর্থিক ও মানসিক চাপে পড়ছে। একইসঙ্গে প্রশ্নপত্রে বৈষম্যের ঝুঁকি, প্রতিযোগিতায় ন্যায্যতা ব্যাহত হওয়া এবং ঢাকামুখী বিশাল পরীক্ষার্থী প্রবাহের কারণে পরিবহন ও নিরাপত্তাজনিত জটিলতা বাড়ছে। এসব বিবেচনায় বিভাগীয় শহরগুলোতে এক শিফটে এক প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজনকে সবচেয়ে কার্যকর ও ন্যায়সংগত সমাধান হিসেবে উল্লেখ করেছে তারা।
এ বছর স্লট সংকট ও সময়সূচির সীমাবদ্ধতার কারণে ভর্তি পরীক্ষা ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি ভর্তি পরীক্ষা দেরিতে আয়োজনের ফলে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ কমে যাওয়ার আশঙ্কা থাকায় ৫৫তম ব্যাচের ক্লাস দ্রুত শুরু করার প্রয়োজনীয়তা বিবেচনায় রেখেই এ বছরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
তবে আগামী বছর থেকে বিভাগীয় শহরে এক শিফটে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে উপাচার্য মহোদয় জাকসুকে আশ্বস্ত করেছেন। দুই–এক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে।
জাকসু আশা প্রকাশ করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে।