আরাফাত হোসাইন, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং চলাচলের সুবিধা নিশ্চিত করতে ঢাকা–আরিচা মহাসড়কে নিরাপত্তা জোরদার করা, বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে অটোরিকশা চলাচল পুনরায় চালুকরণ এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়নসহ একাধিক উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী  সংসদ (জাকসু)।

জানা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা সিএন্ডবি থেকে বিশ মাইল এলাকা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জাকসুর দাবির প্রেক্ষিতে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা–আরিচা মহাসড়কের নির্দিষ্ট অঞ্চল পরিদর্শন করে। পরিদর্শন শেষে তারা একাধিক সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত অনুযায়ী, সিঅ্যান্ডবি (C&B) থেকে মীর মশাররফ হোসেন হল গেট পর্যন্ত ফুটপাত নির্মাণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। সি অ্যান্ড বি, ডেইরি গেট, প্রান্তিক ও বিশমাইল ফুটওভার ব্রিজের উভয় পাশে পর্যাপ্ত আলোকসজ্জা স্থাপন করা। ডেইরি গেট থেকে প্রান্তিক গেট পর্যন্ত রাস্তার দুই পাশে “হর্ণ বাজানো নিষেধ” সাইনবোর্ড স্থাপন, প্রান্তিক এলাকায় সার্ভিস লেন থেকে প্রান্তিক গেট পর্যন্ত ফুটপাত ও পার্কিং লেন নির্মাণ, প্রান্তিক এলাকার ফুটওভার ব্রিজ সংলগ্ন পূর্ব ও পশ্চিম উভয় পাশে যাত্রীছাউনি স্থাপন, বিশমাইল গেট থেকে আরিচা মহাসড়কের সংযোগ পর্যন্ত পিচঢালা রাস্তা সংস্কার এবং বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলসংলগ্ন এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, আশুলিয়া পুলিশ প্রশাসনের সহযোগিতায় সড়কসংলগ্ন এলাকাগুলোর নিরাপত্তা আরও জোরদারের পরিকল্পনাও হাতে নিয়েছে জাকসু।

অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচির স্মৃতিতে জাকসুর প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ে‘রাচি স্মৃতি সড়ক’ উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকা অটোরিকশা চলাচল পুনরায় চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

এছাড়াও, শিক্ষার্থীদের চিকিৎসাসেবা উন্নত করতে জাকসু সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের বিদ্যমান সমস্যা ও আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সচিব দ্রুত সমাধান ও উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পূর্বে ২৪ লক্ষ টাকার বার্ষিক বাজেটে মাত্র ২০–৩০ ধরনের ওষুধ কেনা হলেও, বর্তমানে জাকসুর প্রচেষ্টায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ প্রকারে। পূর্বের বছরগুলোর তুলনায় এবছর কয়েকগুণ বেশি অ্যান্টিবায়োটিক, ইনজেকশন, ইনহেলার, নেবুলাইজার সলিউশন, স্যালাইন ও টিটেনাস-রেবিস ভ্যাকসিনসহ নানা ওষুধ ক্রয় করা হয়েছে।

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে জাকসু শুরু থেকেই সক্রিয় ভূমিকা রাখছে। মহাসড়ক নিরাপত্তা থেকে শুরু করে মেডিকেল সেন্টারের আধুনিকায়ন—সবক্ষেত্রেই আমরা টেকসই পরিবর্তন আনতে চাই। জাকসু বিশ্বাস করে, শিক্ষার্থীদের মৌলিক নিরাপত্তা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা মানেই তাদের শিক্ষাজীবনকে আরও স্বস্তিদায়ক করে তোলা।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভিপি পদে বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম জয়লাভ করেন। জিএস পদ সহ জাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়।