
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে এবং সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে পদযাত্রা শুরু করলে এই ঘটনা ঘটে।
শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। বাধা পেয়ে শিক্ষকরা সামনে এগোতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে।
পুলিশের হামলায় বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে শিক্ষক নেতারা দাবি করেছেন। তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহত হওয়ার কোনো খবর পাননি বলে জানিয়েছেন।
পুলিশের বাধায় পদযাত্রা ভেস্তে যাওয়ার পর শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গিয়ে অবস্থান নেন।
আন্দোলনকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের জন্য পদযাত্রা এবং প্রতীকী ‘কলম সমর্পণ’ কর্মসূচি পালন করছিলেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানান, শিক্ষকরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করায় তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আহত হওয়ার কোনো খবর তাদের কাছে নেই।





