
লালমনিরহাট প্রতিনিধিঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, শাড়ি ও মদ এবং বিপুল পরিমাণ ঔষধ জব্দ করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টায় অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম রামখানা, নাগরাজ (থানা: নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবির টহলদল অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় KINGFISHER (মদ) ১৮ বোতল, Happy Gold মদ ২০ বোতল, Tuborg বিয়ার ০৯ বোতল, ভারতীয় শাড়ি ০৯ পিস এবং বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
এর আগে ৩০ ডিসেম্বর বিকাল ৫টা ৩০ মিনিটে দুর্গাপুর বিওপির আওতাধীন চওড়া বাজার (থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট) নামক স্থানে বিজিবি’র টহলদল অবৈধভাবে ভারত থেকে আনা ০৩ টি গরু জব্দ করে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, আটককৃত পণ্য ও গরুর সর্বমোট আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা।





