লালমনিরহাট প্রতিনিধি: ২৩ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন বিওপির বিশেষ টহলদল ০৫টি পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করেছে। যার সর্বমোট আনুমানিক মূল্য ৭ লক্ষ ৯১ হাজার ৯শত টাকা।

বিজিবি সূত্র জানায়, ২৪ নভেম্বর ২০২৫  রাত সাড়ে ৩টায় বনচৌকি বিওপি এলাকার উত্তর আমঝোলে (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) পরিচালিত অভিযানে ০১টি ভারতীয় গরু আটক করা হয় এবং
সকাল সাড়ে ৬টায় ঝাউরানী বিওপি’র আওতাধীন খামারভাতী (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) এলাকায় টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ভারতীয় ফেন্সিডিল ৬৭ বোতল ও ইস্কাফ সিরাপ ৯৯ বোতল জব্দ করা হয়।

চোরাচালানের সময় ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়।

গতকাল রোববার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটি থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত  মোগলহাট বিওপি-সংশ্লিষ্ট কুমারটারী এলাকায় (থানা-আদিতামারী) টহল পরিচালনা করে। এ সময় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা গরু ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ০৮টি ভারতীয় গরু জব্দ করা হয়।

অপর দুই অভিযানে চোরাকারবারীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল চ্যালেঞ্জ করে, চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে গেলে ভারতীয় ইস্কাফ সিরাপ ৭০ বোতল ও ভারতীয় গাঁজা ১৫ কেজি উদ্ধার করা হয়।

চোরাচালানের সময় ভারতীয় ইস্কাফ সিরাপ ৭০ বোতল জব্দ করা হয়।

অন্যদিকে, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় গরু ০৯টি, যার আনুমানিক বাজার মূল্য ৬,৪৫,০০০/- টাকা, মাদকদ্রব্য ভারতীয় ইস্কাফ সিরাপ ১৬৯ বোতল, যার মূল্য ৬৭,৬০০/- টাকা, ভারতীয় ফেন্সিডিল ৬৭ বোতল, যার মূল্য ২৬,৮০০/- টাকা এবং ভারতীয় গাজা ১৫ কেজি, যার মূল্য ৫২,৫০০/- টাকা। সর্বমোট আনুমানিক মূল্য ৭ লক্ষ ৯১ হাজার ৯শত টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।