লালমানরহাট প্রতি‌নি‌ধিঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর রামখানা বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ৩৬০পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মইজ উদ্দিন (৩৫) নামের একজনকে আটক করে। আটককৃত মইজ উদ্দীন কচাকাঁটা থানার শনবান্দা গ্রা‌মের মৃত মোবারক আলীর ছে‌লে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে রামখানা বিওপি’র আওতাধীন ত্রিমোহোনী (থানা-নাগেস্বরী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবি’র টহলদল অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ মইজ উদ্দিনকে (৩৫) ৩৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় ইয়াবা ৩৬০ পিছ, যার আনুম‌নিক মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা।

বি‌জি‌বি জানায়, এ ঘটনায় আটকৃত আসামী  মইজ উদ্দিনের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর করা হয়েছে।