তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
গোপন সূত্রের বরাতে র্যাবের কাছে খবর আসে একটি নির্দিষ্ট বাড়িতে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন লোক জড়ো হচ্ছেন। তারপর অভিযান এবং গ্রেপ্তার মিহির কর্মকার (৫০)।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন ফুলবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯।
মিহির ওই গ্রামের রতন কর্মকারের ছেলে। এসময় তার হেফাজত থেকে ৫৪ লিটার দেশীয় মদ (বাংলা) জব্দ করা হয়েছে।
র্যাবের জিজ্ঞাসাবাদে মিহির মাদকদ্রব্য বিক্রির অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।