
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম জামাল আজ শুক্রবার সকালে রাজাপুর শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
এদিন সকাল থেকে তিনি উপজেলা শহরের বাইপাস মোড়, বাঘড়ী কাঁচাবাজার, বাজার সড়ক, পশু হাসপাতাল এলাকা, স্কুল মার্কেটসহ আশপাশের বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ মানুষের সমস্যার খোঁজখবর নেন এবং রাষ্ট্র সংস্কারের বিএনপির ঘোষিত কর্মসূচি তুলে ধরে লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, ঝালকাঠি আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট মাহেব হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামাল বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সামগ্রিক উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য। সুযোগ পেলে রাজাপুরকে উন্নয়ন, ন্যায়বিচার ও আধুনিকতার পথে এগিয়ে নিতে চাই।’
তিনি আরও বলেন, রাজাপুর বিষখালি নদীর তীরবর্তী এলাকা নদীভাঙনে বিপর্যস্ত। ঘরবাড়ি হারানো মানুষের আর্তনাদ থামাতে স্থায়ী বাঁধ নির্মাণ, নদী সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত পুনর্বাসনই হবে তাঁর প্রথম প্রতিশ্রুতি।
মাদক আজ যুবসমাজকে ধ্বংস করছে। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কঠোর মাদকবিরোধী অভিযান, সচেতনতা কর্মসূচি এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
শিক্ষা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জামাল বলেন, রাজাপুরের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন জরুরি। প্রত্যন্ত এলাকায় শিক্ষক সংকট দূর করা, নতুন ভবন নির্মাণ, আইসিটি ল্যাব স্থাপন, মাদ্রাসা শিক্ষার প্রসারসহ আধুনিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি।
নিজের মনোনয়ন প্রসঙ্গে রফিকুল ইসলাম জামাল বলেন, ‘দল মনোনয়ন দিলে জনগণকে সঙ্গে নিয়ে বিজয় নিশ্চিত করব। বিএনপির পক্ষে জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।’





