বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে মঙ্গলবার (১৮ নভেম্বর) একটি রিকশার গ্যারেজ ও টিনশেডের কিছু বাড়িতে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত ৮টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে কুড়িল বিশ্বরোডের পাশে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) কাছে।

একটি রিকশার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। রিকশার গ্যারেজ ছাড়াও আশেপাশের টিনশেডের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।