স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৬টি ইউনিট কাজ করে।

প্রথম দিকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়। যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।

বস্তির ঘরগুলো বাঁশ, কাঠ ও টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকে দেখা গেছে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনে শত শত কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বস্তির সরু গলি এবং যানজটের কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পানির অপ্রতুলতাও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে একটি বড় বাধা ছিল।

এই অগ্নিকাণ্ডের ফলে বস্তির অনেক নিম্ন আয়ের মানুষ সর্বস্ব হারিয়েছেন।

ফায়ার সার্ভিস এর ১৬ টি ইউনিট ও জনতার সর্বোচ্চ চেষ্টায় রাত সাড়ে ১০ টার দিকে আগুন  নিয়ন্ত্রণে আসে।