মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটি পার্বত্য জেলার ২৯৯ নম্বর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দীপেন দেওয়ান তাঁর প্রতীক ‘ধানের শীষ’–এর পক্ষে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) রাঙামাটি পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত পথসভার মধ্য দিয়ে এই প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পথসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ করা যায়।
পৌর এলাকার মোস্তফা মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, “নির্বাচিত হতে পারলে রাঙামাটির উন্নয়ন, অগ্রগতি এবং কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে কাজ করবো। জনগণের কল্যাণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।” এ সময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, সংশ্লিষ্ট এলাকার পৌর বিএনপির সভাপতি শফিউল আজম।
বক্তারা বলেন, ঐক্যবদ্ধ মাঠপর্যায়ের প্রচারের মাধ্যমে ধানের শীষের পক্ষে গণসমর্থন আরও বেগবান হবে। তাঁরা আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক অংশগ্রহণ ও সহযোগিতায় বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত হবে।
পথসভায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। এই পথসভাকে ঘিরে রাঙামাটি পৌর এলাকায় বিএনপির নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে গতিশীলতা পেতে শুরু করেছে।