মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সমঅধিকার আন্দোলনের রাঙামাটি জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অভিযোগ তোলেন যে সংবিধান লঙ্ঘন, সার্বভৌম বিরোধী কর্মকাণ্ড, বৈষম্য ও ভূমি দখলের প্রতিবাদে এবং আন্তর্জাতিক চক্রান্তের নীল নকশার বিরুদ্ধে সোচ্চার হওয়ার লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

সমঅধিকার আন্দোলন রাঙামাটি জেলা আহ্বায়ক কামাল উদ্দিন কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে বলেন, এলাকার মানুষের ন্যায়বিচার, ভূমির নিরাপত্তা, সমঅধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে। জেলা সদস্য সচিব রকিব হোসেন বলেন, পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আবছার, আমিনুল হক, শাহীর উল হক। সদর উপজেলা সভাপতি শাহীন আলম, উপজেলা সহসভাপতি মো. জাবেদ, সদর উপজেলা সেক্রেটারি জেনারেল নুর নবী পিন্টু, পৌর সভাপতি জাহিদ মোস্তফা, পৌর সাধারণ সম্পাদক আলী আজগর বাদশা কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। সমঅধিকার ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব আশরাফুল ইসলাম এবং সমঅধিকার আন্দোলনের সদস্য সচিব আব্দুল মান্নানসহ আরও অনেক কর্মী ও সমর্থক মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা দাবি করেন যে পাহাড়ে বৈষম্য, অন্যায় দখল, ভয়ভীতি প্রদর্শন ও সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি বন্ধ করতে হবে। মঞ্চে বক্তারা একতার আহ্বান জানান এবং জেলায় শান্তি, ন্যায় ও সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। মানববন্ধন শেষে উপস্থিতরা হাত তুলে আন্দোলনের দাবি ও উদ্দেশ্যের প্রতি সমর্থন জানান।

সমগ্র আয়োজনটিতে বিভিন্ন বয়সের মানুষ, সামাজিক কর্মী, ছাত্রসমাজ এবং সাধারণ নাগরিকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়, যা রাঙামাটিতে সমঅধিকার আন্দোলনের প্রতি জনগণের গভীর আগ্রহ ও প্রত্যাশার প্রতিফলন।

প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা হাত বেঁধে সংহতির প্রতীকী বার্তা প্রদান করেন এবং শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।