রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙামাটি পৌরসভা এলাকার উন্নয়ন বোর্ড সংলগ্ন স্থানে অনুমোদন বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পার্শ্ববর্তী দুটি পরিবার নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী আঞ্জুয়ারা বেগম অভিযোগ করেন, স্থানীয় এক নারী মৌসুমী নিয়ম না মেনে এবং প্রভাব খাটিয়ে ভবন নির্মাণ করছেন।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ভবন নির্মাণে পৌরসভার নিয়ম অনুযায়ী প্রতিবেশী ভবন থেকে কমপক্ষে ৩ ফুট জায়গা ফাঁকা রাখার বাধ্যবাধকতা থাকলেও অভিযোগকৃত নির্মাণকাজে সেই দূরত্ব বজায় রাখা হয়নি।

প্রতিবেশী লাকি আক্তার বলেন, “মৌসুমী সঠিক অনুমোদন ছাড়াই ভবন তৈরি করছেন। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তিনি প্রভাব খাটিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন।”

অভিযোগকারী আনজুয়ারা বেগমের মেয়ে রুমি আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে তারা আমাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। ভবনটি এমনভাবে গড়ছে যে কোন দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস ঢোকার মতো জায়গাই রাখেনি। এমনকি অতীতে আমাদের ঘর থেকে বের করে দিতে গুন্ডা ভাড়া করেছিল। মামলার রায়ে ঘরে ফিরতে পেরেছি।”

অভিযুক্ত মৌসুমী অভিযোগ অস্বীকার করে বলেন, “আনজুয়ারা বেগমই আমাদেরকে নানাভাবে হয়রানি করে আসছেন। তাদের উশৃঙ্খল আচরণের কারণে আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। আমি তাদের সঙ্গে পরামর্শ করেই ভবন নির্মাণ শুরু করেছি। সবকিছু পৌরসভার নিয়ম মেনেই করছি।”

এ বিষয়ে রাঙামাটি পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের মন্তব্য পাওয়া যায়নি।