
আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের মেয়েদের ODI বিশ্বকাপের সূচি ও ভেন্যু ঘোষণা করল ICC। এ বার বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আসর। টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কার মোট পাঁচটা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের ১৩তম আসরটি অনুষ্ঠিত হবে যেসব ভেন্যুতে: তালিকায় আছে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়াম, গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম, বিশাখাপত্তনমের ওয়াইএস রাজশেখর রেড্ডি স্টেডিয়াম ও কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম।
৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে স্বাগতিক ভারত একটি ‘ব্লকবাস্টার’ ম্যাচ দিয়ে উদ্বোধন করবে এই টুর্নামেন্ট। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর গৌহাটি অথবা কলম্বোতে এবং দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর বেঙ্গালুরুতে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে বেঙ্গালুরু অথবা কলম্বো।
এই আসরে অংশ নিচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, যারা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত শেষ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল। এ পর্যন্ত সর্বোচ্চ সাতবার বিশ্বকাপ জয়ের কৃতিত্বও তাদের।
একইসাথে, আইসিসি ২০২৬ সালের ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল সূচিও ঘোষণা করেছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, “নারীদের ক্রিকেট নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ তৈরি হয়েছে, তা আরও উচ্চতায় পৌঁছানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এই দুটি আসর নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।”





