
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।
আগামী ২৫ নভেম্বর থেকে ঘরে বসেই ঢাকা মেট্রোরেলের কার্ড রিচার্জ করার সুবিধা চালু হচ্ছে। এতে মেট্রোযাত্রীরা এখন থেকে স্টেশনে না গিয়েই নিজেদের স্থায়ী কার্ডে (র্যাপিড পাস ও এমআরটি পাস) অনলাইনে টাকা রিচার্জ করতে পারবেন।
প্রাথমিক পর্যায়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করা যাবে।
আগামী ডিসেম্বর মাস থেকে একটি মোবাইল অ্যাপও চালু হবে, যার মাধ্যমে আরও সহজে রিচার্জ করা যাবে।
রিচার্জের জন্য ব্যাংক কার্ড (ক্রেডিট/ডেবিট কার্ড), বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহার করা যাবে।
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
অনলাইনে টাকা জমা দেওয়ার পর, সেই টাকা কার্ডে হালনাগাদ করার জন্য যাত্রীকে একবার মেট্রো স্টেশনে থাকা অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ডটি স্পর্শ করাতে হবে।
অনলাইন রিচার্জে ০.৮৩% চার্জ প্রযোজ্য হবে, অর্থাৎ প্রতি হাজারে ৮.৩৩ টাকা।
অনলাইনে রিচার্জ করা টাকা তিন মাস পর্যন্ত অপেক্ষমাণ (Pending) অবস্থায় থাকবে। এর মধ্যে যদি কার্ডটি এভিএম মেশিনে স্পর্শ না করানো হয়, তাহলে টাকা স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে ফেরত যাবে।
অনলাইন রিচার্জের পাশাপাশি মেট্রোরেলের অবস্থান ও অন্যান্য তথ্য জানার জন্য একটি নতুন মোবাইল অ্যাপও আসছে।
এই সুবিধা চালুর ফলে যাত্রীদের সময় বাঁচবে এবং স্টেশনে লাইনে দাঁড়ানোর ঝামেলা কমবে বলে আশা করা হচ্ছে।





