
নূর বীন, ঢাকা দক্ষিণ (লালবাগ থানা) প্রতিনিধি: দলের প্রতি নিবেদিতপ্রাণ কর্মী মাসুদ রানার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে সাময়িকভাবে ঢাকা মহানগর দক্ষিণ এর কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য সচিব পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা মাসুদ রানার একমাত্র ইচ্ছা ছিল—দায়িত্বশীল পদে থেকে দলের জন্য কাজ করা। তার এই ইচ্ছার কথা জানার পর ছাত্রদলের নেতারা জরুরি সিদ্ধান্তে ৩৭ নং ওয়ার্ড ছাত্রদলের ৪৮ ঘন্টার জন্য তাকে সদস্য সচিবের দায়িত্ব অর্পণ করেন।

দলীয় নেতারা জানান, মাসুদ রানার ত্যাগ, নিষ্ঠা ও দীর্ঘদিনের অবদানকে সম্মান জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, “মাসুদ রানা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক। আবার আমরা সবাই একসাথে দলের জন্য কাজ করবো।”
মাসুদ রানার সুস্থতা কামনা করে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দোয়ার আহ্বান জানিয়েছেন।




