
আরাফাত হোসাইন, জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থে মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন জাকসু নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, বিদ্যমান মানোন্নয়ন নীতিমালাকে আরও নমনীয়, বাস্তবসম্মত ও শিক্ষার্থীবান্ধব করা প্রয়োজন। বর্তমানে ৩.০০ বা তার নিচে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা সর্বোচ্চ ৮ ক্রেডিট পর্যন্ত কোর্স বা ভাইভা উন্নয়নের সুযোগ পান। কিন্তু বাস্তবে অনেক বিভাগে এ নীতির যথাযথ প্রয়োগ হয় না।
জাকসুর পক্ষ থেকে প্রস্তাব করা হয়—যেসব শিক্ষার্থী ৩.২৫ বা তার নিচে GPA নিয়ে উত্তীর্ণ হবে, তারাও যেন সর্বোচ্চ ৮ ক্রেডিট পর্যন্ত মানোন্নয়নের আবেদন করতে পারেন। এছাড়া অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগেই মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে, যাতে তারা পরবর্তী ব্যাচের পরীক্ষা পর্যন্ত অপেক্ষার কারণে মাস্টার্স ভর্তি সুযোগ হারাতে না হয়।
জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা বলেন, “নিয়ম থাকলেও অনেক বিভাগে মানোন্নয়ন পরীক্ষার সুযোগ যথাযথভাবে প্রয়োগ করা হয় না। ফলে শিক্ষার্থীরা প্রকৃত একাডেমিক উন্নয়ন থেকে বঞ্চিত হয়। প্রস্তাব বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা তাদের ফলাফল উন্নয়নের ন্যায্য সুযোগ পাবে।”
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “বর্তমান মানোন্নয়ন নীতিমালা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের মানসিক চাপ ও ভবিষ্যৎ বিবেচনায় এ নীতিকে আরও মানবিক ও বাস্তবসম্মত করা জরুরি।”
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা, পরিবহন সম্পাদক তানভীর রহমান এবং কার্যকরী সদস্য আবু তালহা।
জাকসু নেতারা জানান, বিষয়টি আগামী ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য একাডেমিক কাউন্সিল সভায় আলোচনার জন্য উপস্থাপন করার অনুরোধ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, দাবিগুলো বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ বাড়বে।





