মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধিঃ

রাঙামাটিতে শীতার্ত এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙামাটি শহরের উত্তর ফরেস্ট কলোনি, বনরূপায় অবস্থিত তাহফীজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। তিনি শীত মৌসুমে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় সেনাবাহিনীর মানবিক দায়িত্ব ও সামাজিক অঙ্গীকারের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রমজান উদ্দিন এবং মাওলানা ইমাম উদ্দিন, পরিচালক, আবু হুরাইরা নুরানি মাদ্রাসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা রহমত উল্লাহ, পরিচালক, আবু হুরাইরা নুরানি মাদ্রাসা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আরিফুল ইসলাম। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শীতকালে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।