সৈয়দ মোহাম্মদ কায়সার
চট্টগ্রাম প্রতিনিধি | ১ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে মাদ্রাজি শাহ রোড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ ভূমিকা নিতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে ন্যায় ও সত্যের পক্ষে কাজ করাই আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১১ (বন্দর-ইপিজেড-পতেঙ্গা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিউল আলম। তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। ইসলামভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজব্যবস্থা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর আবুল মোকাররম। তিনি বলেন, “জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জামায়াত বরাবরই অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের সার্বিক উন্নয়ন ও ন্যায়ের প্রতিষ্ঠায় এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক হোসেন, মাওলানা মোজাম্মেল হকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা উপস্থিত সকলকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।