সাগর কর্মকার, মাদারীপুর শিবচর প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে শিবচর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভায় প্রার্থী নির্বাচনী প্রস্তুতি, এলাকার উন্নয়ন ভাবনা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি শিবচরের উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, প্রচারণা কার্যক্রম ও ভোটারদের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রার্থী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় অংশ নেওয়া সাংবাদিকরা সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্ত সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।
মতবিনিময় সভা শেষে প্রার্থী স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মাঠে নেমে জনসম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনার কথা জানান।