মাদারীপুর শিবচর প্রতিনিধি।
সাগর কর্মকার।

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এর জের ধরে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর অংশে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর সমর্থকরা।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দিয়ে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ থাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়ন না পাওয়ার খবরে শিবচরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে মহাসড়কে অবস্থান নেন।