আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো চীফ:
মর্ডান বক্সিং ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৯ সালের ২২শে নভেম্বর প্রধান শিক্ষক মো. আবু সুফিয়ান চিশতি (বাবু স্যার)–এর উদ্যোগে প্রতিষ্ঠিত এ ক্লাবটি তিন দশকেরও বেশি সময় ধরে এলাকায় বক্সিং প্রশিক্ষণের অন্যতম কেন্দ্র হিসেবে সুনাম অর্জন করে আসছে।
প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটির উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দ্বিতীয় শিক্ষক জনাব মো. শফিউল আজম মাসুদ ওস্তাদ। তিনি এখনও নিয়মিতভাবে শিক্ষার্থীদের বক্সিং প্রশিক্ষণ দিয়ে আসছেন।
মর্ডান বক্সিং ক্লাবের অধীনে প্রশিক্ষণ নিয়ে বহু বক্সার দেশ–বিদেশে বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছেন। এ ক্লাবের বহু শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে দায়িত্ব পালন করছেন। ক্লাবের শৃঙ্খলা, নিয়মাবদ্ধ প্রশিক্ষণ ও নৈতিক মূল্যবোধ নতুন প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করছে।
এক শিক্ষার্থী জানান, “আমি গর্বিত যে আমি মর্ডান বক্সিং ক্লাবের একজন ছাত্র। এই ক্লাবই আমাকে আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতার পথ দেখিয়েছে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবে সীমিত আকারে আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।