
মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি এই আবেদন দাখিল করেন। আসনটি বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়ায় দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মনোনয়ন জমা শেষে রুমিন ফারহানা বলেন, ১৯৭৩ সালে তার বাবা অলি আহাদ আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, আর ২০২৬ সালে তাকে ধানের শীষের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে লড়তে হচ্ছে। একে স্রষ্টার এক অলৌকিক পরিকল্পনা হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, মানুষের চোখে-মুখে নিজের প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখছেন, তার সঠিক মর্যাদা দিতেই তিনি নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।
উল্লেখ্য, এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ইতোমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন মাওলানা জুনায়েদ আল হাবীব।





