পিরোজপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ।
শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে হঠাৎ জারি হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। অনেকেই মধ্যরাতের এ পদায়নকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে আবু সাঈদ পিরোজপুর জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি, স্বচ্ছতা ও কর্মদক্ষতার ধারাবাহিকতা আনবেন বলে আশা করা হচ্ছে।