
মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দেওয়া কর্মসূচিতে এ কথা উল্লেখ করা হয়।
এর আগে ট্রাফিক বিভাগের নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ তুলে সকালে পৌর এলাকার কাউতুলীতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেন তারা। কর্মসূচিতে মালিক-শ্রমিকরা অভিযোগ করেন, নিয়মিত কাগজপত্র থাকা সত্ত্বেও ট্রাফিক পুলিশের সদস্যরা নানা অজুহাতে যানবাহন থামিয়ে অতিরিক্ত জরিমানা আদায় করছেন।
মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনে ‘চেকিংয়ের নামে’ হয়রানি করা হচ্ছে। ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ার বাড়াবাড়ি করছেন বলে অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন তারা।
এছাড়া আটক গাড়ি মালিকদের জিম্মায় দ্রুত ফিরিয়ে দেওয়া, পরিবহন নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা, শহরে মালবাহী যানবাহনের সময়সূচি পুনঃনির্ধারণ এবং বাঁশবাজার এলাকায় ট্রাক লোড-আনলোডের স্থায়ী ব্যবস্থা করা, মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধ, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং রিকুইজিশনের নামে হয়রানি বন্ধ করে সংশ্লিষ্ট গাড়ির মালিক-চালকদের সরকারি ভাতা নিশ্চিত করার দাবি করা হয়।
মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নিয়ামত খান, সদস্যসচিব মো. মেরাজ ইসলাম, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, সহ-সভাপতি ছোট্টু মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। পরিবহন ধর্মঘট সফল করতে ইতোমধ্যেই জেলায় পোস্টারিং ও মাইকিং করা হয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘটের কারণে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট রুটে পরিবহন চলাচল বন্ধ থাকে।





