মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের কাছে তিনি এই আবেদনপত্র তুলে দেন।

ইঞ্জিনিয়ার শ্যামল বর্তমানে বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার এই আনুষ্ঠানিকতায় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং তার ছেলে ইফরাদ হোসেন মাহবুবসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

নির্বাচনী কার্যক্রমের এই শুরুতে ইঞ্জিনিয়ার শ্যামল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় অ্যাডভোকেট শফিকুল ইসলাম, গোলাম সারুয়ার খোকন এবং জেলা নির্বাচন কর্মকর্তাসহ আরও অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।