মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসফিল্ডে নতুন কূপের খননকাজ শুরু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাসফিল্ডের লোকেশন ‘সি’-তে ২৮ নম্বর কূপের খননকাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মো. শোয়েব। খনন শেষ হলে এই কূপ থেকে প্রতিদিন অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, তিতাস ও কামতা গ্যাসফিল্ডে মোট চারটি কূপ খননের প্রকল্প নেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে সাড়ে ১২০০ কোটি টাকা। এসব কূপ থেকে দৈনিক প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। তিতাসের ২৮ নম্বর কূপের খননকাজ করছে একটি চীনা প্রতিষ্ঠান এবং কাজ শেষ হতে সময় লাগবে প্রায় দুই মাস। বর্তমানে তিতাস গ্যাসফিল্ডের ২২টি কূপ থেকে দৈনিক প্রায় ৩৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব বলেন, নতুন কূপ খনন ও ওয়ার্কওভার প্রকল্প বাস্তবায়ন হলে দেশের জ্বালানিসংকট অনেকটাই কমে আসবে। অনুষ্ঠানে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।