মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ৩টি আসনে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ভোটার তালিকায় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরজনিত ত্রুটির কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ২ জনসহ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ৪ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ১১ জন প্রার্থীর সবাই বৈধ ঘোষিত হয়েছেন। এছাড়া বিএনপি ও জামায়াতসহ বড় দলগুলোর প্রার্থীদের মনোনয়নও বৈধ পাওয়া গেছে।
এছাড়া আলোচিত দুই প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও খালেদ হোসেন মাহবুব শ্যামলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) জেলার বাকি ৩টি আসনের (ব্রাহ্মণবাড়িয়া ৪, ৫ ও ৬) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।