
মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধভাবে আনা প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
শনিবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত সব পণ্য আখাউড়া কাস্টমস হাউসে জমা দেওয়া হবে।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ জানান, মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ভারতীয় কসমেটিকস, কাপড় ও ভোগ্যপণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে- কসমেটিকস ৪১৪ পিস, চকলেট ১০,৫২৪ পিস, ভারতীয় ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট ১২১ প্যাকেট, পাঞ্জাবি ১০০ পিস, শাড়ি ১৫ পিস, শাল–চাদর ১২১ পিস ও সোয়েটার ৯০ পিস। সব মিলিয়ে জব্দকৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ২৮ লাখ টাকা।
লে. কর্নেল জব্বার আহমেদ আরও জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যে কোনো ধরনের ভারতীয় চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর।





