মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় হেমন্তের নরম রোদ আর হালকা হিমেল হাওয়া যেন এক অনন্য আবহ সৃষ্টি করেছিল। সেই মনোরম বিকেলেই নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হলো ‘হেমন্তে কবিতা ও পিঠা উৎসব’- হেমন্ত বিকেল শিরোনামে একটি রঙিন আয়োজন। যা মানুষের ভিড় আর সৃজনশীলতার মেলবন্ধনে ভরপুর এক সুন্দর মুহূর্ত।

সাহিত্যপ্রেমী, কবি, আবৃত্তিশিল্পী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শহরের নানা ক্ষেত্রের সুধীজন উপস্থিত হয়েছিলেন এই উৎসবে। সোনালী সকাল নামে একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সাজানো এই আয়োজন যেন হয়ে উঠেছিল মিলনমেলায় ভরপুর এক শিল্পিত বিকেল।

কবিতার সুর, আবৃত্তির আবেশ, আর দেশজ পিঠার সুবাসে মুখরিত ছিল পুরো হলরুম-হেমন্ত যেন তার সমস্ত সৌন্দর্য নিয়ে নেমে এসেছিল ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনে।