মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গণে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের (ম্যাফ) উদ্যোগে আয়োজিত হলো ‘সম্প্রীতি সংলাপ’।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে এই অনুষ্ঠানে শান্তিপূর্ণ ও অহিংস নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রতিনিধিরা সম্প্রীতি স্মারকে স্বাক্ষর করেন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্প্রীতির বার্তা দেন।
সংলাপে বক্তারা বলেন, একটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন নির্বাচন উপহার দিতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা জরুরি। ঐক্য কেবল বক্তব্যে সীমাবদ্ধ না রেখে নাগরিক সমাজের আস্থা অর্জনে বাস্তবমুখী কর্মকাণ্ডের ওপর তারা জোর দেন।
ম্যাফ সভাপতি এ বি এম মোমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ইসলামী আন্দোলনের মাওলানা গাজী নিয়াজুল করীম এবং গণঅধিকার পরিষদ ও এনসিপির প্রতিনিধিসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
ইউকেএইড ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বি-স্পেস প্রকল্পের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন রুবাইয়াত হাসান ও শাহাদত হোসাইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদ হাসান সানি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার আবুল বাশারের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শেষ হওয়া এই সংলাপে অংশগ্রহণকারী সকল পক্ষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ হন।