মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল গুড় তৈরির এক কারখানায় অভিযান পরিচালনা করে ১০ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের কালাইশ্রী পাড়ার প্রিতম সাহার বাড়িতে তার ভেজাল গুড় কারখানায় অভিযান পরিচালনা করে ভেজাল আখের গুড় তৈরীর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কালাইশ্রীপাড়ার প্রিতম সাহার বাড়িতে তার আখের গুড় তৈরির কারাখানায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, আখের গুড়ের কথা বলা হলেও সেখানে আখের কোনো ছিটেফোটা নেই। তারা আখের পরিবর্তে মিষ্টির গাদ, চিনির রস ও কাপড়ের রং মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে আখের গুড় তৈরি করছিলো। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠাটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যৎতে ভেজাল গুড় তৈরি না করার জন্য তাকে সর্তক করা হয়। এসময় মিষ্টির গাদ ও নিষিদ্ধ রং জনসম্মুখে ধ্বংস করা হয়।