
মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার কল্যাণ বিভাগের কর্মীরা পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।
কেন্দ্রীয় কমিটির ঘোষণায় আগামী ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবারকল্যাণ সহকারীরা এ কর্মবিরতি অব্যাহত রাখবেন।
প্রস্তাবিত নিয়োগবিধি ২০২৪ দ্রুত কার্যকর করার দাবিতেই বাংলাদেশ পরিবারকল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশন, পরিবারকল্যাণ সহকারী সমিতি এবং পরিদর্শক সমিতির আহ্বানে ১০ দিনব্যাপী এ কর্মবিরতি চলছে। এর প্রভাবে পরিবার পরিকল্পনা সেবা, প্রচার সপ্তাহের কার্যক্রম এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নিত্যদিনের সেবা ব্যাহত হচ্ছে।
একজন পরিবারকল্যাণ সহকারী গণমাধ্যমকে জানান, “আমরা রাজস্ব খাতভুক্ত হয়েও ২৬ বছর ধরে কোনো নিয়োগবিধি পাচ্ছি না। ফলে পদোন্নতি, বেতন সুবিধা-সবকিছুতেই আমরা দীর্ঘদিন বঞ্চিত। রাজস্বভুক্ত কর্মচারী হয়েও ১৭তম গ্রেডে কাজ করতে হচ্ছে। মা–শিশু স্বাস্থ্যসেবা থেকে শুরু করে পরিবার পরিকল্পনার নানা সরকারি কর্মসূচি আমরা বাস্তবায়ন করি। তাই কেন্দ্রের নির্দেশে কর্মবিরতি পালন করছি।”
বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আল আমিন জানান, “সারা দেশে আমরা ৩৩ হাজার ৭১০ জন কর্মী মাঠপর্যায়ে কাজ করি। দম্পতি নিবন্ধন, পরিবার পরিকল্পনা সেবা, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা-সবই আমরা বহন করছি। অথচ ২৬ বছর ধরে আমাদের অধিকার-সুবিধা উপেক্ষিতই রয়ে গেছে।”





