মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই বটতলী বাজার সংলগ্ন লালপুর সড়কের দক্ষিণ পাশে রাতের অন্ধকারে সরকারি খাল দখলের এক মহোৎসব চলছে, যা স্থানীয় পরিবেশ ও প্রকৃতির জন্য এক অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে।

অভিযোগ উঠেছে, বটতলী বাজার থেকে মাত্র ৫০০ ফুট পশ্চিমে অবস্থিত এই জনগুরুত্বপূর্ণ সরকারি খালটি একদল প্রভাবশালী রাতের আঁধারে বালু দিয়ে ভরাট করে চলেছে। দিনের আলোয় যা এক প্রবহমান জলাধার, রাতের নির্জনতায় তা বালুর স্তূপে পরিণত হচ্ছে, যা কেবল আইনত দণ্ডনীয় অপরাধই নয় বরং প্রকৃতির ওপর এক নির্মম কুঠারাঘাত।

এই খাল ভরাট হওয়ার ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়াসহ কৃষি ও জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

প্রকৃতির এই আর্তনাদ ও সরকারি সম্পদ লুণ্ঠনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি আকর্ষণ করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক সামাজিক সংগঠন ‘তরী বাংলাদেশ’ এর আহবায়ক শামীম আহমেদ। তাঁর ফেইসবুক পেজের একটি পোস্টে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত হস্তক্ষেপ ছাড়া এই সরকারি সম্পদ রক্ষা করা অসম্ভব। প্রকৃতির বুক চিরে চলা এই দখলদারিত্ব বন্ধে এবং খালের স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনতে সচেতন মহল এখন প্রশাসনের বলিষ্ঠ ভূমিকার অপেক্ষায় প্রহর গুনছে।