
মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ব্যবসায়ী সাগর মিয়া (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়ায় হামলার শিকার হওয়ার পর শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত সাগর ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মুন্সেফপাড়া এলাকায় উত্ত্যক্তের একটি ঘটনাকে কেন্দ্র করে সাগরের সঙ্গে স্থানীয় ইমন ইসলাম ও তাঁর সহযোগীদের মারামারি হয়। এই বিরোধ মীমাংসার কথা থাকলেও বুধবার মাগরিবের পর মুন্সেফপাড়া এলাকায় সাগরের ওপর অতর্কিত হামলা চালায় ইমনের দল। একপর্যায়ে তাঁকে গুলি করে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় সাগরের বাবা ১১ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে অনিক মিয়াসহ আটজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে এবং মূল অভিযুক্ত ইমনসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




